যে কারণে খারাপ হয় বাংলাদেশের ডাক্তার (২)
লিখেছেন লিখেছেন আমীর আজম ১৮ নভেম্বর, ২০১৭, ০৯:৪৬:৫৯ রাত
ডায়াগনস্টিক সেন্টার থেকে পার্সেন্টেজ নেয় বলে টেস্টের বিল বেশি হয়।
***********************
ডিম আগে নাকি মুরগি আগে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে। কিন্তু ডাক্তার আগে নাকি ডায়াগনস্টিক সেন্টার আগে এটা নিয়ে মনে হয় বিতর্ক করার সুযোগ নেই।
.
বাংলাদেশে যদি একটাও ডায়াগনস্টিক সেন্টার না থাকে তবুও ডাক্তারি বিদ্যা থাকবে এবং চলবে। হয়তো মৃত্যুর হার একটু বেশি হবে এই আরকি।
.
ব্যাপারটা এমনও না যে ডায়াগনস্টিক সেন্টারের অল্প কয়েকটা টাকা না পেলে ডাক্তারের পেটের ভাত জুটবে না কিংবা তার বাচ্চার স্কুলের বেতন বাকি থাকবে।
.
অথবা ডায়াগনস্টিক সেন্টারে কোন টেস্টের ফি কত হবে এটা কোন ডাক্তারের সাথে পরামর্শ করেও ঠিক করা হয় না।
.
তাই যখন কেউ অভিযোগ করে ডাক্তার পার্সেন্টেজ পায় বলেই টেস্টগুলোর ফি বেশি হয় বিষয়টা হাস্যকর হয়ে যায়।
.
তাহলে ডায়াগনস্টিক সেন্টারগুলো ডাক্তারের কাছে পার্সেন্টেজ পাঠায় কেন?
.
এর কারণ কিছু অসাধু লোকের ব্যবসায়িক মন মানসিকতা। তারা নিজেদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত। কে কার থেকে বেশি আয় করবে এ চিন্তায় তারা বিভোর। এর জন্যে তারা এমন কোন কাজ নাই যা করবে না। তাই ভোগান্তি হয় সাধারণ মানুষের। আর কাঁঠাল ভাঙ্গা হয় গোবেচারা ডাক্তারের মাথায়।
.
বি:দ্র: কোন ডাক্তার এই লাভজনক ব্যবসায় নাম লেখাতে পারে। কারণ তারও ব্যবসা করার অধিকার আছে। তখন তার ডাক্তারি পরিচয় গৌণ এবং ব্যবসায়ী পরিচয় মূখ্য হবে।
.
মোরাল : ডাক্তার পার্সেন্টেজ নেয় বলে ডায়াগনস্টিক সেন্টারের বিল বেশি হয় না, বরং ডায়াগনস্টিক সেন্টারের বিল বেশি ধরা হয় বলেই ডাক্তারের কাছে একটা পার্সেন্টেজ পাঠানো হয়।
বিষয়: বিবিধ
৭১৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন